তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

কবিতার কসম খেলাম – হেলাল হাফিজ





আমি আর আহত হবো না,
কোনো কিছুতেই আমি শুধু আর আহত
হবো না।

যে নদী জলের ভারে হারাতো প্লাবনে
এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে
জলাভাবে হাহাকার দেখে আমি আহত
হবো না।

সবুজ সবুজ মাঠ চিরে চিরে
কৃষকের রাখালের
পায়ে গড়া দুপায়া পথের বুকে
আজ সেই সরল সুন্দর সব মানুষের
চিতা দেখে
আহত হবো না, আর শুধু আহত হবো না।

বৃক্ষ হারালে তার সবুজ পিরান,
মৃত্তিকার ফুরালে সুঘ্রাণ,
কষ্টের ইস্কুল হলে পুষ্পিত বাগান,
আমি আহত হবো না।

পাখি যদি না দেয় উড়াল,
না পোড়ে আগুন,
অদ্ভুত বন্ধ্যা হলে উর্বরা ফাগুন,
আমি আহত হবো না।
মানুষ না বোঝে যদি আরেক মানুষ
আমি আহত হবো না, আহত হবো না।

কবিতার কসম খেলাম আমি শোধ
নেবো সুদে আসলে,
এবার নিহত হবো
ওসবের কোনো কিছুতেই তবু শুধু আর
আহত হবো না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন