তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

শোকেস



                        শোকেস
                                -নিলয় সরকার

অনেক স্বপ্ন ছিল শোকেস'টাকে নিয়ে,
বাণিজ্যমেলা থেকে কিনেছিলাম লাল-রঙা শোকেস'টা।
ভেবেছিলাম একটা পুতুল এনে দেবে কেউ,
কাঁচের পুতুল।
রঙ-বেরঙের চুড়ি থাকবে ওর হাতে,
কপালে নীল টিপ,
অথবা লাল।
দু'বেলা আঁচড়ে দেবো ওর চুল,
সমুদ্র সৈকত থেকে আনা প্রবাল-পাথর'গুলো ছড়িয়ে দেবো ওর পায়ের কাছে,
দীপাবলির প্রদীপের মতো রাঙিয়ে দেবে আমার শোকেস।

অনেকদিন শোকেস'টা দেখি না,
উপরতলার বা'পাশের রুম টাতে চুপচাপ পড়ে ছিল।
হয়তো এখন আমায় দেখে চুপ মেরে গেছে।
কোণায় পড়ে থাকা সিগারেটের ফিল্টার আর সাদা ঘুণপোকাদের সাথে নিশ্চয়ই কথা বলে!
একা একা কেউ বাঁচে নাকি!!!
আরও একটু কাছে এগিয়ে গেলাম,
কাঁচ টা খোলা ছিল,
ঝাপসা হয়ে গেছে।
সিগারেটের ছাই'এর পাতলা আস্তরণ পড়েছে ভেতরে,
তার উপর তর্জনী ঘুরিয়ে লিখে দিলাম পুতুলের নাম।
বাংলা অ্যাকাডেমির অভিধান আর সমরেশের 'সাতকাহন' ছাড়া বিশেষ কিছু নেই শোকেসে,
কোণার দিকে কে যেন একটা ন্যাপথালিন ফেলে রেখেছে,
খেয়াল করে দেখি ওটা টিকটিকির ডিম!
এরপর সাতকাহন টা হাতে তুলে নিলাম,
বইপোকায় কেটে দিয়েছে দু'ইঞ্ছির মতো।
অনেকদিন বইটার ঘ্রাণ নেই নি,
ফুসফুস ভরে নিশ্বাস নিতে গিয়ে পেলাম,
নিকোটিনের তীব্র গন্ধ।

এখন আমি 'প্যারালাল ওয়ার্ল্ড' এ বিশ্বাস করি,
আমার দৃঢ় বিশ্বাস -
আমার মতোই কেউ আছে অন্য কোনও জগতে।
হয়তো সেই 'আমি'র কাছেই আছে এই 'আমি'র সেই 'পুতুল'!
দীপাবলির মতো রাঙিয়ে দিচ্ছে....
তার হৃদয় শোকেস ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন