তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

বুধবার, ১২ জুন, ২০১৩

দেখা —সুনীল গঙ্গোপাধ্যায়



দেখা
সুনীল গঙ্গোপাধ্যায়

-
ভালো আছো?
-
দেখো মেঘ, বৃষ্টি আসবে?
-
ভালো আছো?
-
দেখো ঈশান কোণের কালো,
শুনতে পাচ্ছো ঝড়?
-
ভালো আছো?
-
এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ।
-
ভালো আছো?
-
তুমি প্রকৃতিকে দেখো
-
তুমি প্রকৃতিকে আড়াল
করে দাঁড়িয়ে রয়েছো
-
আমি তো অণুর অনু ,সামান্যের চেয়েও সামান্য
-
তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়,
রক্তে এত উম্মাদনা
-
দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার
ঝড়
-
তোমাকে দেখাই আজও শেষ হয়নি,
তুমি ভালো আছো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন