১
মুঠো ভরে অপেক্ষা দিয়ে
ধর বলে কখন যে চলে "গেলো" বেলা!
আমি তার খেয়াল রাখিনি।
হিসেবের খাতা খুলে দেখি
শুধু বেড়েছে বয়েস,আর ব্যথাদের ঋণ।
ধর বলে কখন যে চলে "গেলো" বেলা!
আমি তার খেয়াল রাখিনি।
হিসেবের খাতা খুলে দেখি
শুধু বেড়েছে বয়েস,আর ব্যথাদের ঋণ।
____________ রুদ্র গোস্বামী
২
অপেক্ষা করতে করতে আতশবাজির মতো
কখন যে ফুরিয়ে গেছি, তোমার ঈশ্বরও জানেন না।
অথচ আঁধার পেরোবার আগে, তোমার আমাকে
আকাশভরা সূর্যোদয় দেবার কথা ছিল।
___________________________ রুদ্র গোস্বামী।
কখন যে ফুরিয়ে গেছি, তোমার ঈশ্বরও জানেন না।
অথচ আঁধার পেরোবার আগে, তোমার আমাকে
আকাশভরা সূর্যোদয় দেবার কথা ছিল।
___________________________ রুদ্র গোস্বামী।
৩
আবার সকাল এলে
আবার আমার জন্ম শুরু হয়।
রাত এলে স্বপ্ন আসে
চোখে ঝেঁপে আসে জল।
তখন মনে হয় -
এর আগে আমি বহুবার জন্মেছিলাম
শুধু তোমাকে পাবার জন্য।
________________ রুদ্র গোস্বামী।
আবার আমার জন্ম শুরু হয়।
রাত এলে স্বপ্ন আসে
চোখে ঝেঁপে আসে জল।
তখন মনে হয় -
এর আগে আমি বহুবার জন্মেছিলাম
শুধু তোমাকে পাবার জন্য।
________________ রুদ্র গোস্বামী।
৪
তোমরা যারা চাঁদের মৃত্যু দেখতে শিখেছ
তারা খোঁজ নিয়ে দেখো,
প্রত্যেকটি চাঁদের মৃত্যুর পেছনে থাকে
একটি করে নক্ষত্র পতনের ইতিহাস।
______________রুদ্র গোস্বামী।
তারা খোঁজ নিয়ে দেখো,
প্রত্যেকটি চাঁদের মৃত্যুর পেছনে থাকে
একটি করে নক্ষত্র পতনের ইতিহাস।
______________রুদ্র গোস্বামী।
৫
হৃদয়ের খুব কাছে কাছে
এখনো তার আসা যাওয়ার চিহ্ন পড়ে আছে।
মাঝে মাঝে সেখানে কান পাতি,
কিছু শুনি নাকো চোখে পড়ে শুধু দাগ।
___________________রুদ্র গোস্বামী ।
এখনো তার আসা যাওয়ার চিহ্ন পড়ে আছে।
মাঝে মাঝে সেখানে কান পাতি,
কিছু শুনি নাকো চোখে পড়ে শুধু দাগ।
___________________রুদ্র গোস্বামী ।
৬
এমন একটা হৃদয় চাই
যার দৈর্ঘ প্রস্থ
দুদিকেই ভালবাসা।
দুটো চোখ চাই
সাধারণ মনে হবে না।
এমন কিছু স্বপ্ন চাই
চাঁদের দূরত্ব সাথী হবে।
আমি তবেই হৃদয় দেব।
________রুদ্র গোস্বামী।
যার দৈর্ঘ প্রস্থ
দুদিকেই ভালবাসা।
দুটো চোখ চাই
সাধারণ মনে হবে না।
এমন কিছু স্বপ্ন চাই
চাঁদের দূরত্ব সাথী হবে।
আমি তবেই হৃদয় দেব।
________রুদ্র গোস্বামী।
৭
প্রেম যখন আসে অগুনন নক্ষত্র হাতে নিয়ে আসে।
যখন চলে যায় দুঃখ টুকুও আর নিজের থাকে না।
থাকে শুধু তীব্র শুন্যতা –
অন্ধকারের থেকেও গাঢ়, মৃত্যুর থেকেও নীল।
________________ রুদ্র গোস্বামী।
যখন চলে যায় দুঃখ টুকুও আর নিজের থাকে না।
থাকে শুধু তীব্র শুন্যতা –
অন্ধকারের থেকেও গাঢ়, মৃত্যুর থেকেও নীল।
________________ রুদ্র গোস্বামী।
৮
সপ্ন গুলোকে আত্মহত্যা করিয়ে নিয়ে এলাম।
একটার নাম আকাশ,একটার নাম আলো,অন্যটা তুমি।
লাল হলুদ সবুজ আমার আর একটাও স্বপ্ন নেই।
এই দেখো আমার দুহাতে আগুন,এখন আমি সমুদ্র পোড়াতে যাব।
... রুদ্র গোস্বামী।
একটার নাম আকাশ,একটার নাম আলো,অন্যটা তুমি।
লাল হলুদ সবুজ আমার আর একটাও স্বপ্ন নেই।
এই দেখো আমার দুহাতে আগুন,এখন আমি সমুদ্র পোড়াতে যাব।
... রুদ্র গোস্বামী।
৯
আকাশে আকাশ নেই ,
চাঁদ মরে গেছে চাঁদের ভিতরে !
জলে লেগেছে জলের আগুন ;
আমি নিভাই কি করে !
... রুদ্র গোস্বামী।
চাঁদ মরে গেছে চাঁদের ভিতরে !
জলে লেগেছে জলের আগুন ;
আমি নিভাই কি করে !
... রুদ্র গোস্বামী।
১০
তুই কাঁদলে নদীর জল
নদী কাঁদলে কি?
মেঘ কাঁদলে বৃষ্টি বলিস
আমি কাঁদলে কি?
১১
তুই তাকালে চাঁদে দহন
চাঁদ তাকালে কি?
রাত তাকালে নষ্ট বলিস
আমি তাকালে কি?
১২
তুই ছুঁলে গোলাপ আগুন
গোলাপ ছুঁলে কি?
আয়না ছুঁলে দুষ্টু বলিস
আমার ছোঁয়া কি?
... রুদ্র গোস্বামী।
তুই কাঁদলে নদীর জল
নদী কাঁদলে কি?
মেঘ কাঁদলে বৃষ্টি বলিস
আমি কাঁদলে কি?
১১
তুই তাকালে চাঁদে দহন
চাঁদ তাকালে কি?
রাত তাকালে নষ্ট বলিস
আমি তাকালে কি?
১২
তুই ছুঁলে গোলাপ আগুন
গোলাপ ছুঁলে কি?
আয়না ছুঁলে দুষ্টু বলিস
আমার ছোঁয়া কি?
... রুদ্র গোস্বামী।
১৩
এই ভেবে আর আহত হবনা আমি,
আমার মানবী বুকে একদিন চাঁদ মরেছিল।
বেঁচে থেকে থেকে বুঝেছি, মরে যাওয়া কত ব্যথা দেয়।
. . . . রুদ্র গোস্বামী।
আমার মানবী বুকে একদিন চাঁদ মরেছিল।
বেঁচে থেকে থেকে বুঝেছি, মরে যাওয়া কত ব্যথা দেয়।
. . . . রুদ্র গোস্বামী।
১৪
প্রত্যেক নিঃশব্দতার
একটা নিজস্ব শব্দ থাকে।
প্রত্যেক শব্দের থাকে একটি পরিণতি।
না বলে যা বলতে পেরেছি আমি;
বলে তা বোঝাতে পারিনি তাকে!
. . . . রুদ্র গোস্বামী।
একটা নিজস্ব শব্দ থাকে।
প্রত্যেক শব্দের থাকে একটি পরিণতি।
না বলে যা বলতে পেরেছি আমি;
বলে তা বোঝাতে পারিনি তাকে!
. . . . রুদ্র গোস্বামী।
১৫
তুমি দেখ একটি
দিনের মৃত্যু !
আমি দেখি যেতে যেতে প্রতিশ্রুতির
রঙ রেখে গেলো সূর্যটা ।
------------------- রুদ্র গোস্বামী
আমি দেখি যেতে যেতে প্রতিশ্রুতির
রঙ রেখে গেলো সূর্যটা ।
------------------- রুদ্র গোস্বামী
১৬
সোনালী আগুন রূপালী আগুন
কাকে আমি ছুঁই!
জ্যোৎস্নার ভীতর-
জ্যোৎস্না দেখি তুই!
. . . . রুদ্র গোস্বামী।
কাকে আমি ছুঁই!
জ্যোৎস্নার ভীতর-
জ্যোৎস্না দেখি তুই!
. . . . রুদ্র গোস্বামী।
১৭
আয় সুখ তোর বুকে মাথা রেখে কাঁদি।
ভোরের স্ব্প্ন আমার
ভেঙেছে আলোর নদী।
-------------রুদ্র গোস্বামী।
ভোরের স্ব্প্ন আমার
ভেঙেছে আলোর নদী।
-------------রুদ্র গোস্বামী।
সুন্দর
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅসাধারণ বললেও কম হবে কোথাও।
উত্তরমুছুনঅসাধারণ বললেও কম হবে কোথাও।
উত্তরমুছুনঅসাধারন😍😍
উত্তরমুছুনঅসাধারন
উত্তরমুছুনচমৎকার!
উত্তরমুছুনঊফফফফফফ ............... ইনি এমন কেন ??
উত্তরমুছুনবিস্ময়ে অভিভূত।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুন👌
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনমনোমুগ্ধকর
উত্তরমুছুনমনোমুগ্ধকর
উত্তরমুছুনমনোমুগ্ধকর
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুনখুব ভালো লেগেছে!
উত্তরমুছুন
উত্তরমুছুনঅদভূত।।