যদি আবার
কখনো একাকী বৃষ্টিতে ভিজে
আর্দ্র মন হয়ে ওঠে স্মৃতিকাতর ,
মুখোমুথি দাড়িয়ে আমাকে খুজো
থাকবো তোমার বৃষ্টিবিলাসের
সঙ্গী হয়ে ।
যদি দগ্ধ দুপুরে বৃষ্টি ফোটায়
চিকচিক করে জ্বলে ওঠে সূর্যরশ্মি,
উর্ধ্ধপানে আমাকে খুজো; মেঘ হয়ে
ভেসে যাবো আমার আকাশ থেকে তোমার আকাশে|
যদি নক্ষত্রের রাতে তারার
চাঁদোয়া ভিজিয়ে
নেমে আসে বৃষ্টি তোমার আঙিনায়,
আমাকে ভেবে নিও বাতায়ণ পাশে
পাশাপাশি আঙিনায় বৃষ্টি নৃত্যরত।
যদি অলস বিকেলগুলো স্তম্ভিত করে
কালবোশেখীর ঝাপটা ওড়ায় চুল,
আলগোছে আমি বইছি খোলা হাওয়া হয়ে
কপালের চুলগুলো অবিন্যস্ত রেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন