লিলুয়া বাতাসটা হারিয়ে গেছে,
কেউ কি তার পথের সঠিক জানো?
জানো?
জানো কি তোমরা?
তপ্ত মরুর বুকে নেই,
বেদুইন কিশোরের চোখেও নেই।
নেই শান বাঁধানো ঘাঁটে,
কিংবা কর্দমাক্ত মাঠে।
নেই কিশোরীর অশ্রু সিক্ত কাজল
কালো চোখে
নেই ক্ষত-বিক্ষত ইরাকি শিশুর
বুকে।
আমার লিলুয়া বাতাস, শুধুই
আমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন