তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

রবিবার, ১৬ জুন, ২০১৩

বৃষ্টিকে যেভাবে দেখেছি –জিহান আল হামাদী





কারো কাছে বৃষ্টি মানে- বারান্দায়
হাত বাড়িয়ে একাকীত্বের অভিশাপ,
কারো কাছে বৃষ্টি মানে- রিক্সার ভেতর মুখ লুকিয়ে লালায়িত ফরাসী চুম্বন;
কারো কাছে কপোত-কপোতীর প্রেমের খেয়ায় ভেসে যাওয়া
আবার বৃষ্টি মানে-
বৃদ্ধ মায়ের মাথার ওপর
ছিঁড়ে যাওয়া কলাপাতা অথবা তাণ্ডব মেঘে উড়ে যাওয়া কোন গ্রাম্য কিশোরীর লজ্জা ।।
বৃষ্টিকে এভাবেই দেখেছি, এসবই বৃষ্টি কে পরিপূর্ণ করে;
এছাড়া তার কী সৌন্দর্য আছে !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন