তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

আহত স্বপ্ন



আহত স্বপ্ন
     -হাসান শুভ         

আজও একটা স্বপ্ন দেখি-
পলাশীর প্রান্তরে পরাজিত সূর্যের
স্বপ্ন নয়,
কোন বিধ্বস্ত নগরীর শিশুর চোখেরও নয়,
কিংবা নয় কোন দস্যি কিশোরীর বনে-বাদারে ঘুরে বেড়ানোর স্বপ্ন
স্বপ্নে শুধু তুমি আছো,
যেখানে সহস্রবার একটি হৃদয়
কষ্টে লাল হতে গাঢ় লাল হয়     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন