আহত স্বপ্ন
-হাসান শুভ
আজও একটা স্বপ্ন দেখি-
পলাশীর প্রান্তরে পরাজিত সূর্যের
স্বপ্ন নয়,
কোন বিধ্বস্ত নগরীর শিশুর চোখেরও নয়,
কিংবা নয় কোন দস্যি কিশোরীর বনে-বাদারে ঘুরে বেড়ানোর স্বপ্ন।
স্বপ্নে শুধু তুমি আছো,
যেখানে সহস্রবার একটি হৃদয়
কষ্টে লাল হতে গাঢ় লাল হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন