তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

সোমবার, ১৭ জুন, ২০১৩

তোমাকে খুঁজিনা আর--রুদ্র গোস্বামী





খাঁ খাঁ রাতে।
শহরের ওম ভাঙা সকালে।
দগ্ধ দুপুরে-
নদীর চিতান বাঁকে,
তোমাকে খুঁজিনা আর
বলিনা আর ভালোবাসি।

রোদের বর্ণালি আঁকা মেঘে
পাখির পালকের মত মন
ভেসে গেছে একদিন-
তোমার সাকিন ভরা স্ব্প্ন আবাসে,
চাতকের মত টানে।

দিনের নিয়তি কালে
ছায়াও ফিরে আসে ঘরে;
ফেরারী সে মন-ফেরেনা।
চলে যদি গেলে পরাগের মত
ভ্রমরের কালো পায়
ফিরিয়ে গেলেনা কেন তাকে?

শক্ত চোয়াল,
সব শব্দ সাইরেন নিথর-
পাঁজরের ঘুণ হাড়ে।
একাকী আপন হারা
তোমাকে আর খুঁজিনা
বলিনা আর ভালোবাসি।
             

রবিবার, ১৬ জুন, ২০১৩

মানুষ -- নির্মলেন্দু গুণ





আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, -ঘর থেকে -ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না
কী করে f বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক লাগে

আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে

মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো

আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না

মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি