তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।

তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।
"তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম ! মনেরে আজ কহ যে , ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে ।"

সোমবার, ১ জুলাই, ২০১৩

এগারো বছর -- রুদ্র গোস্বামী





হাঁটতে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছিলাম
পোড়ো বাড়িটা ডাক দিলো, ____ “নির্ঝর
হাট করে খোলা দরজা
চুন খসা দেয়াল, ঝোপঝাড়, ভাঙা সিঁড়িঘর।
জানলায় মুখ রেখে সোজাসুজি দাঁড়িয়ে সেঁজুতি
হাসি হাসি মুখ ওর ভ্রুর উপরে বাঁকা চাঁদ
আমাদের নানা কথা হোলো,
একটা সংসারে কি কি টুকিটাকি লাগে।
কেমন কেমন জামা কাপড়ে ওকে মানায়
আমি ওকে কদিন আগে পড়া একটা গল্প শোনালাম,
দুটি হারিয়ে যাওয়া ছেলে মেয়ে নিজেদের খুঁজে
কি করে সংসারি হয়েছিল! তাদের দুজনার কতো ভাব!
জানতে চাইল,
বুকের উপরে বই রেখে আমি রাত জাগি কি না।
আরও নানা সব খুঁটিনাটি।
এই করেই কখন দুপুর গড়িয়ে গেলো !
আমি এগারো বছর পাড়াতে আসি না
এগারো বছর ধরে ___________________
শুধু বারে বারে ভুল করে ভুল করে ফেলি
হয়তো এভাবেই ভুল করে এসে ____
কোনও একদিন আমার আর ফিরে যাওয়া হবে না।

...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন