আমার মন ভঙ্গুর কিন্তু স্থিতিস্থাপক।
খুব সহজেই ভেঙ্গে যায়, তবুও শেষমেষ
তোমার প্রতি ভালবাসা থেকে যায়
অপরিবর্তিত।
ব্রিটিশ সাম্রাজ্যের মত আমার
প্রতীক্ষার সূর্য ডোবেনা কখনোই।
আজকাল খুব সস্তায় কিনি জোছনা,
মাখি অমাবস্যার গায়ে চুনকালি।
আমি স্বেচ্ছায় ঢিল মারি স্বপ্নের
মৌচাকে।
আমার দীর্ঘশ্বাসগুলো আজ আর
দীর্ঘ হয়না।
নিজেদের মাঝে হয় অন্তরীণ।
কষ্টের সাথে এখন আমার সুখের সংসার।
তুমি যাকে সুখ বল
সে তো আমার হিংসুটে প্রতিবেশী।
যে রাতে তুমি চলে গিয়েছিলে আমার সময় থমকে আছে ওখানেই।
আমি রাত জেগে দেই রাতকে পাহারা,
শেষ কবে ঘুমিয়েছিলাম মনে নেই!
তোমার প্রতি ভালবাসা থেকে যায়
অপরিবর্তিত।
ব্রিটিশ সাম্রাজ্যের মত আমার
প্রতীক্ষার সূর্য ডোবেনা কখনোই।
আজকাল খুব সস্তায় কিনি জোছনা,
মাখি অমাবস্যার গায়ে চুনকালি।
আমি স্বেচ্ছায় ঢিল মারি স্বপ্নের
মৌচাকে।
আমার দীর্ঘশ্বাসগুলো আজ আর
দীর্ঘ হয়না।
নিজেদের মাঝে হয় অন্তরীণ।
কষ্টের সাথে এখন আমার সুখের সংসার।
তুমি যাকে সুখ বল
সে তো আমার হিংসুটে প্রতিবেশী।
যে রাতে তুমি চলে গিয়েছিলে আমার সময় থমকে আছে ওখানেই।
আমি রাত জেগে দেই রাতকে পাহারা,
শেষ কবে ঘুমিয়েছিলাম মনে নেই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন